
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সংযোগের লক্ষ্যে মওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর থেকেই চিলমারী উপজেলায় মোটরসাইকেল চুরির প্রবণতা হঠাৎ করেই বেড়ে যায়।
এ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় চিলমারী থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে চিলমারী থানা বাজার এলাকায় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিলমারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মিলন (২৬), হান্নান মিয়া (৩২), সাদাকাত হোসেন (৩৫), নুরুল হুদা (৩৫)—এরা চারজনই চিলমারী উপজেলার গাজীরপাড় এলাকার বাসিন্দা। এছাড়া রংপুরের হারাগাছ হকবাজার নয়াটারী এলাকার আরেক সদস্য রুবেল মিয়া (২৭)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “উক্ত ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা পুলিশের তথ্য অনুসন্ধান ও অভিযান অব্যাহত থাকবে।”