
মৌলভীবাজারের রাজনগরে জুলাই সনদ বাস্তবায়ন ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর-কর্নিগ্রাম সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজনগর বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিছবাউল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মু. শাহেদ আলী।
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল সাম্য ও কল্যাণের বাংলাদেশ গড়া। অন্তবর্তী সরকারের পক্ষ থেকেও এমন প্রতিশ্রুতি ছিল। কিন্তু এক বছর পার হলেও দাবিগুলো পূরণ হয়নি। কেন্দ্র দখল, কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন করতে হলে নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটবে।
শাহেদ আলী আরও বলেন, আগের নির্বাচনগুলোই প্রমাণ করে—পিআর পদ্ধতি ছাড়া দেশে কল্যাণকর শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
বিক্ষোভ মিছিলে উপজেলার আটটি ইউনিয়নের জামায়াত নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।