
মৌলভীবাজারের রাজনগরের তারাপাশায় অবস্থিত শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে এবারই প্রথমবারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে পূজা কমিটির পক্ষ থেকে এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
পূজা কমিটির নেতারা জানান, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিন অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এ উপলক্ষে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
কুমারী পূজা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ২ থেকে ১০ বছর বয়সী কন্যাদের দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। ধামের সেবায়তরা জানান, পূজার দিন সকালবেলা বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম রাজনগরের একটি প্রাচীন ও পবিত্র স্থান, যেখানে বিষ্ণু ভক্তির পাশাপাশি শাক্ত সাধনার ঐতিহ্যও রয়েছে। প্রথমবারের মতো কুমারী পূজার আয়োজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও ধর্মীয় উৎসাহের সঞ্চার করেছে।
স্থানীয়রা বলছেন, এ আয়োজন নারীশক্তির প্রতীকী উদযাপন হিসেবে যেমন গুরুত্ব বহন করবে, তেমনি সমাজে ঐক্য ও শান্তির বার্তাও ছড়িয়ে দেবে। পূজা কমিটির পক্ষ থেকে সবার প্রতি অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।