ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফে শাহ পরীর দ্বীপ সড়কে কাভার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিহতরা হলেন— টেকনাফের সাবরাং কাটাবনিয়ার মৃত নুনু মিয়ারের ছেলে সাইফুল ইসলাম (২২) এবং কক্সবাজার শহরের সমিতি পাড়ার আমির হামজার ছেলে আব্দুর রব (২৫)। আহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরোহী নিহত,টেকনাফে সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত