ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সদর উপজেলায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তারা বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

রোববার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জের দেউলী গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আদিব হাসান এবং মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার। দুজনেই বগুড়া শহরের ফকরি উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক স্থানীয়দের বরাতে জানান, রাত সাড়ে নয়টার দিকে ওই মহাসড়ক হয়ে জিহাদ সরকার ও আবিদ হোসেন নামের ওই দুই শিক্ষার্থী শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় অপর দুটি মোটরসাইকেলে থাকা তাদের আরও চার বন্ধুর সাথে তারা বেপরোয়া গতিতে রেসিং করছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদদের মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে বন্ধুদের একটি মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল থেকে পড়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান জিহাদ ও আবিদ। এ সময় মহাসড়কে পড়ে গিয়ে আহত হয় অপর বাইকে থাকা নিহত দুজন।

বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া,মোটরসাইকেল,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত