
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাথিয়াদিগর মৌজায় ডুয়েল গেজ রেলপথের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের একটি তেল পাম্প এলাকায় এ মানববন্ধন করা হয়।
‘ক্ষতিগ্রস্ত ভূমির মালিকগণ এক হও জোট বাধো’ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনে ভূমির মালিকগণ কান্নাজড়িত কণ্ঠে জমির দাম পুনরায় নির্ধারণের দাবি জানান।
ভূমির মালিক জমশের আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন দুলাল, ছামিদুল ইসলাম, এস এম রুবেল, কে এম আব্দুর রশিদ খন্দকার, কে এম রায়হান কবির রানা প্রমুখ।
বক্তারা বলেন, জমি ক্রয় করতে গেলে ২ লাখ টাকা শতক অথচ রেলপথে অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণ করেছে ৩৯ হাজার টাকা শতক। এ উপজেলার দাথিয়াদিগর মৌজায় হাইওয়ে কর্তৃক অধিগ্রহণ করার সময় জমির মূল্য নির্ধারিত ছিল প্রায় সাড়ে ৩ লাখ টাকা শতক। একই মৌজায় রেলওয়ে কর্তৃপক্ষ ৩৯ হাজার টাকা নির্ধারণ করেছে। হাইওয়ে ও রেলওয়ে কর্তৃক নির্ধারিত জমির মূল্য সম্পূর্ণরূপে অসংগতিপূর্ণ।
এসময় জমির ন্যায্য মূল্য নির্ধারণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। ন্যায্য মূল্য না পেলে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এলাকাবাসী।