ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত

ঈশ্বরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত

জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে পোষা প্রাণীর ফ্রি ভ্যাকসিনেশন কার্যক্রম।

সকাল সাড়ে ৯টায় প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। এরপর পোষা প্রাণীর ফ্রি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। এ সময় অনেক নারী পুরুষ তাদের পোষা বিড়াল নিয়ে এসে ভ্যাকসিনেশন করান।

ঈশ্বরদী শেরসাহ রোডের ভাড়া বাসা থেকে বিদেশি পার্শিয়ান জাতের তিনটি পোষা বিড়াল ভ্যাক্সিনেশনের জন্য নিয়ে আসেন আয়েশা নূর। তিনি জানান, দুই বছর আগে ঢাকা থেকে বড় বিড়ালটি ক্রয় করেন ১৫ হাজার টাকায় এবং ছোট দুটি ক্রয় করেন ১৪ হাজার টাকায়। তিনি পোষা এই বিদেশি পার্শিয়ান জাতের বিড়ালকে প্রতিদিন মাছ, মুরগির মাংস, মিষ্টি কুমড়া ও আলু খাবার দেন। এছাড়াও তিনি দোকান থেকে প্যাকেটজাত মাছ-মাংস, লিকুইড প্যাকেট, ড্রাই ফুড, চকলেট খেতে দেন। টয়লেটের জন্য ক্যাট লিটার ব্যবহার করেন। এতে তার প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা এই বিদেশি জাতের বিড়ালের জন্য খরচ হয়। বাচ্চাদের শখের জন্যই তিনি বিড়াল পালন করেন।

ঈশ্বরদী পৌর এলাকার শৈল পাড়া রানিং রুম এলাকা থেকে কয়েকটি বিড়াল ভ্যাকসিনেশন এর জন্য ক্যাম্পে নিয়ে আসেন সাবিনা ইয়াসমিন বেবি। তিনি জানান, বিড়ালের বাচ্চার বয়স তিন মাস হলেই তার মেয়ে ফেসবুকে পোস্ট দিলে এই বিড়ালের বাচ্চা পোষার জন্য ফ্রি নিয়ে যান।

শহরের ফতেমোহাম্মদপুর এলাকা থেকে দুই মাস আগে ৬৫০০ টাকায় কেনা ছাগল নিয়ে আসেন শামসুন্নাহার। তিনি জানান, আজকে ছাগল ঘাস খাওয়ার সময় চার-পাঁচটি কুকুর ছাগলটিকে কামড় দেয়। তাই তিনি এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পে ছাগলটি নিয়ে এসেছেন।

র‌্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন এর সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভায় ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেন, এলইও ডা. মো. সাইফুর রহমান বক্তব্য দেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন এবং পৌরসভার সকল মাঠপর্যায়ের কর্মী এবং দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বলেন, জলাতঙ্ক একটি জুনোটিক রোগ। এ থেকে রক্ষার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে। মাস ভ্যাকসিনেশন এবং সচেতনতাই পারে এর ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে।

পোষা প্রাণীর মালিকেরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জলাতঙ্ক দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত