ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে বিচারকদের পূজামন্ডপ পরিদর্শন

'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ'

'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ'

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা জজ কোর্টের বিচারকরা শ্রী পুষ্পাঞ্জলি সংঘের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

রোবাবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুনতাসির আহমেদ এর নেতৃত্বে এ পরিদর্শন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুনতাসির আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণ যার যার নিজ উৎসব নিরাপদে পালন করুক।

এসময় তিনি আয়োজিত মন্ডপের ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরল ইসলাম, সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, পুজা পরিষদের সভাপতি সুধীর চন্দ্র পর্বত ও সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরল ইসলাম, সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র পর্বত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ মজুমদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

চাঁদপুর,বিচারক,পূজামন্ডপ,পরিদর্শন,সাম্প্রদায়িক সম্প্রীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত