ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হালুয়াঘাট সিমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

হালুয়াঘাট সিমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

সোমবার ভোররাতে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীদের আটক করতে ধাওয়া দিলে ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। তল্লাশি চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ, ৫টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪০ হাজার ৪৩০ টাকা উদ্ধার করে টহল দল। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

এ ব্যাপারে ৩৯ বিজিবির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান সাংবাদিকদের জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সিমান্ত,ভারতীয় পণ্য,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত