ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আ.লীগ থেকে ৫ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জে আ.লীগ থেকে ৫ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) থেকে দলটির পাঁচ নেতা পদত্যাগ করেছেন।

সোমবার সকালে স্থানীয় মহিলা কলেজে এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তারা।

তারা হলেন— কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ১ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ পদত্যাগকারী ৫ নেতা চাকরি করেন।

তারা লিখিত ঘোষণায় আরো বলেন, ব্যক্তিগত কারণে ও ভবিষ্যতের চিন্তা করে আ.লীগের পদ থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম এবং ভবিষ্যতে কেউ যেন আ.লীগের দলীয় কর্মকাণ্ডে না জড়ায়।

তবে তারা ভবিষ্যতে আর কোনো দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কোন মন্তব্য করেননি।

আ.লীগ,পদত্যাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত