
নেত্রকোনার কলমাকান্দায় দুর্গাপূজা উপলক্ষে শ্রীরামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় তিনি কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজা পরিদর্শন শেষে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, সম্প্রীতির অটুট বন্ধন গড়ে তুলতে হবে এবং আগামীতেও যেন আরও সুন্দর ও মনোরম পরিবেশে পূজা উদযাপন করা যায়, সে লক্ষ্যে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন।
রামকৃষ্ণ আশ্রম পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, “আমাদের এই কুমারী পূজা উপলক্ষে দুই দিনের প্রসাদের (খিচুড়ি ও পায়েস) ব্যবস্থা করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়।”
এ ছাড়া উপজেলার আট ইউনিয়নের পূজামণ্ডপগুলোতেও তিনি পরিদর্শনে যান। এসব পূজা পরিদর্শনে কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।