ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাতিয়ায় নদী ভাঙন এলাকা পরিদর্শনে সাবেক এমপি ফজলুল

হাতিয়ায় নদী ভাঙন এলাকা পরিদর্শনে সাবেক এমপি ফজলুল

নোয়াখালীর হাতিয়ার চান্দনী ইউনিয়নের ভয়াবহ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজীম। সোমবার সকালে ভূমিহীন বাজারসহ আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এমকে বেলাল ও মিরাজসহ এলাকাবাসী ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে তিনি তাদের দুর্দশায় গভীর সমবেদনা প্রকাশ করেন।

সাবেক এমপি ফজলুল আজীম বলেন, হাতিয়ার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের কারণে শত শত পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। গত কয়েক বছরে বয়ারচর, চর বাশার ও ভূমিহীন বাজারসহ প্রায় বিশ কিলোমিটার এলাকা মেঘনা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অসংখ্য বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বাজার হারিয়ে গেছে।

তিনি বলেন, বিষয়টি সরকারের উচ্চ মহলে তুলে ধরে দ্রুত নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি উদ্যোগ নেবেন। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবন-জীবিকার ব্যবস্থা করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এমপি ফজলুল,নদী ভাঙন এলাকা পরিদর্শন,হাতিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত