ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সমান অধিকার নিশ্চিত, ধর্ম পালন নির্বিঘ্নে হবে: খন্দকার নাসিরুল

সমান অধিকার নিশ্চিত, ধর্ম পালন নির্বিঘ্নে হবে: খন্দকার নাসিরুল

কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, এদেশে মুসলমানদের যেমন ধর্ম পালন করার অধিকার আছে, তেমনি হিন্দুদেরও তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘যার যার ধর্ম সেই সেই পালন করবেন এবং সেটি ঠেকানোর কারো সাধ্য নেই। মুসলমানের মসজিদ যেমন নিরাপদে থাকে, আপনাদের মন্দিরও তেমনি নিরাপদে থাকবে। আপনারা নির্বিঘ্নে আপনারা ধর্ম পালন করবেন এবং উৎসব উদযাপন করবেন। এটি নিশ্চিত করতে বিএনপি সবসময় আপনার পাশে থাকবে।’

তিনি এই মন্তব্যগুলো করেছেন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময়।

এসময় তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেন, তারা ভোটের জন্য এখানে এসেছে কিন্তু স্বাধীনতা স্বীকার করেনি। তাই জনগণকে তাদের অতীত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলার পরই ভোট চাইতে হবে।

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বাবলু কুমার রায়, উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, পৌরসভা বিএনপি আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য আব্দুল আলিম মানিক, পৌরসভা বিএনপির সদস্য সচিব ও মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সদস্য মোর্শেদ আবু নসন টিটো, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদি হাসান মন্নু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন এবং উপজেলা ও পৌরসভা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এতবছর জনগণকে ব্যবহার করে নিজের স্বজনদের প্রাধান্য দিয়েছেন এবং জনগণকে ফেলে চলে গেছেন।

তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ বিএনপির পাশে থাকবেন ও ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

তিনি দাবি করেন, কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না এবং বিএনপি সব বাধা প্রতিরোধ করবে।

খন্দকার নাসিরুল,সমান অধিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত