ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রফিকুল ইসলাম খান

‘বাংলাদেশ দুর্নীতিমুক্ত হলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে’

‘বাংলাদেশ দুর্নীতিমুক্ত হলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ ও সম্পদে ভরা। এ দেশ দুর্নীতিমুক্ত করা হলে ৫ বছরের ব্যবধানে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তখন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরা লাগবে না।

সোমবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খাদুলি গ্রামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক বড়বড় বৈঠকে বলেছি, ভিক্ষা করে পোলাও খাওয়া ভালো নাকি কাজ করে ডাল-ভাত খাওয়া ভালো? ডাকসু নির্বাচনের তিন দিন আগে এক রাজনৈতিক দলের সিনিয়র এক নেতাকে টকশোতে জিজ্ঞাসা করা হয়েছে, ডাকসু নির্বাচনে কি হবে? তখন তিনি বলছিলেন, ডাকসুতে ফুল প্যানেলে বিজয়ী হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ছাত্রদল ছাড়া কাকে ভোট দেবে। তারা মনে করে বাংলাদেশের মানুষের আর ভোট দেয়ার জায়গা নেই। এ ছাত্রদলের থেকে শিবির ভোট পেয়েছে প্রায় ৩ গুণ।

তিনি আরও বলেন, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়। তাহলে আমরা রাজা হবো না এবং জনগণকে প্রজা বানাবো না। আমরা হবো জনগণের সেবক। জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায়। তাহলে দেশে কোনো বেকার থাকবে না এবং অমুসলিমরা সবচেয়ে বেশি ভালো থাকবে। ইতোমধ্যেই অনেকগুলো পূজামণ্ডপ পরিদর্শন করেছি। একজন মুসলমান যেমন নাগরিক অধিকার পাবে। তেমনি একজন অমুসলিম নাগরিক অধিকার পাবে।

স্থানীয় জামায়াত নেতা হাবিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শাহজাহান আলী, সেক্রেটারি খায়রুল ইসলাম, আব্দুল বারী প্রমুখ।

এ সভায় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম খান,বাংলাদেশ,দুর্নীতিমুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত