
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি ছায়া শক্তি সৎ মানুষের শাসন কায়েমের কথা বলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে। এই প্রচারণা মানুষকে বিশ্বাস করতেও প্ররোচিত করছে। এজন্য বিএনপির নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া।
মঙ্গলবার সকালে শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে পৌরসভার ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।
দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং তারা ধর্মভীরু। এ সুযোগ কাজে লাগিয়ে একটি দল বের হয়েছে। ওই দলের মহিলারা ভোরবেলা ফজরের নামাজ পড়ে বোরকা পরে শুধু চোখ বের করে মা-বোনদের কাছে গিয়ে দেশে ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে।
তিনি বলেন, “আমরা কি ধর্ম থেকে খারিজ হয়ে গেছি এবং এজন্য ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে?”
এমন পরিস্থিতিতে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ছায়া শক্তির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান টুকু।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।