ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তবর্তী মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তবর্তী মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন

চলমান শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের সীমান্তবর্তী ৮ কিলোমিটার এর মধ্যে অবস্থিত পূজামণ্ডপসহ জেলার বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি কুড়িগ্রাম।

সূত্র আরাও জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর হতে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় অবস্থিত পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। দুর্গাপূজা উপলক্ষ্যে ব্যাটালিয়ন হতে সর্বমোট ৫ প্লাটুন ১ সেকশন বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এবং অন্যান্য স্টাফ অফিসারগণও নিয়মিত পূজা মণ্ডপগুলো পরিদর্শনসহ পূজা মণ্ডপ কমিটির সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, বিজিবি অন্যান্য বাহিনীর যেমন সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সাথে অব্যাহত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমেও কার্যক্রম পরিচালিত করছে বিজিবি। যার ফলে এ পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দুর্গাপূজা,সীমান্ত,বিজিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত