
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলার ৩০টি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া অর্থ উপহার হিসেবে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঈশ্বরদীর বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হাবিবুর রহমান হাবিব বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সফল করতে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে। তারা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং পূজা নির্বিঘ্নে পালনের বিষয়ে বারবার নির্দেশনা দিচ্ছেন। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে। এসব চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি বলে যাচ্ছি আপনারা এদেশের সন্তান এদেশের আলো বাতাসে বড় হয়েছেন। এদেশে মাথা উঁচু করে বসবাস করার অধিকার আপনাদের রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি এই এলাকায় যারা আপনারা বসবাস করেন তারা নির্ভয়ে মাথা উঁচু করে চলবেন। আমি জানি আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দকে জানাবেন। আগামীতে দল ক্ষমতায় এলে আপনারা শান্তিতে নির্ভয়ে বাড়িতে ঘুমাতে পারবেন। বাংলাদেশের মাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই চেতনা আমাদের ধরে রাখতে হবে। আমরা সব সময়ই আপনাদের সুখ-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়— এর সাবেক ছাত্রনেতা ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সুলভ মালিথা, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, বিএনপি নেতা তুহিন চৌধুরী, বিএনপি নেতা আব্দুল জলিল এজেড, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, পৌরসভার সর্বশেষ ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. পাঞ্জু সরদার, উপজেলা জাসাসের সভাপতি নুর মোহাম্মদ বিশ্বাস, উপজেলা যুবদলের অন্যতম নেতা নয়ন রহমান চঞ্চল ও ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ইমন, কনক মন্ডল প্রমুখ।