ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বৈধ পথে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা এডভোকেট এসএম মনির হোসেন (৫৫) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে আটক করা হয়।

আটকৃত মনির হোসেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ শহরের জহুরুল হকের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বৈধ পথে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পুলিশ তার প্রতি সন্দেহ প্রকাশ করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন নিজেই জানান, তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে পরে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতমীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটক মনির হোসেনের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় নাশকতা মামলা রয়েছে।

আটক,আওয়ামী লীগ নেতা,ভারতে যাওয়ার সময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত