
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
সোমবার ও মঙ্গলবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকতে হবে যেন কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।
তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।
তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের ওপর তাকমা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যবহার করেছে, কিন্তু বিএনপি সব সময় সকল ধর্মের মানুষকে সমমর্যাদা দিয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে বিষয়ে ভবিষ্যতেও সহযোগিতা করবে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি ফরিদপুর-১ আসনের উন্নয়ন করতে চান, তাহলে সকল অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকা অপরিহার্য, এবং নির্বাচনী এলাকায় কাউকে কোনো অনৈতিক কাজ করতে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলু, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক প্রমুখ।