ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রামুর পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

রামুর পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে পাহাড়ি এলাকা থেকে রাজু শর্মা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকার পূর্ব কুলালপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানের পাশে মরদেহটি পাওয়া যায়। মরদেহটি নাইক্ষ্যংছড়ি সড়কের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

নিহত রাজু শর্মা রামু কাউয়ারকুপ হিন্দু পাড়ার মৃত রণজিৎ শর্মার ছেলে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাহাড়,যুবক,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত