
এনটিভির বার্তা সম্পাদক, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সন্তান প্রয়াত তাজুল ইসলাম সীমান্ত খোকনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইলের সৌজন্যে ও আয়োজনে সুবিধাবঞ্চিত আবুল কাশেমকে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইলের আয়োজনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে অটোরিকশাটি হতদরিদ্র আবুল কাশেমকে হস্তান্তর করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সম্পাদক সামির হোসেন সাকী, যুব বিষয়ক সম্পাদক উমর ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল লতিফ, কিশোরগঞ্জ জেলা শহীদ পরিবারের প্রতিনিধি ইফতেখারুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইলের ইউনিয়ন সমন্বয়ক ও তাড়াইল-করিমগঞ্জের অনলাইন প্রতিবেদক ওয়াসিম সোহাগ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন বলেন, তাড়াইলের সন্তান এনটিভির বার্তা সম্পাদক প্রয়াত তাজুল ইসলাম সীমান্ত খোকনের প্রথম মৃত্যুবার্ষীকিতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইলের এই মানবিক কর্মসূচি শুধুমাত্র একক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের আত্মনির্ভর করে তোলার এক অনন্য প্রয়াস চলছে।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইলের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু একটি অটোরিকশা প্রদানের ঘটনা নয়, বরং এটি একটি পরিবারকে স্বাবলম্বী করার মহৎ উদ্যোগ।