ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে ২ ড্রেজার বিকল, বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট

সিরাজদিখানে ২ ড্রেজার বিকল, বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার বিকল ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।

বুধবার (১ অক্টোবর) বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার রসুনিয়া ইউনিয়নের কাঠপট্টি বাজার এলাকায় ও মালখানগর ইউনিয়নের কুন্ডেরবাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিরাজদিখান থানার এএসআই করিমের নেতৃত্বে একটি টিম সহায়তা করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

ড্রেজার,পাইপ বিনষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত