ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ ৩ রোড চলাচলের অযোগ্য, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ ৩ রোড চলাচলের অযোগ্য, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

পাবনার ঈশ্বরদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড বলে পরিচিত ঈশ্বরদী কলেজ রোড, আইকে রোড ও রেলগেট থেকে তালতলা ইপিজেড রোডসহ এই তিনটি রোড দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনভোগান্তি সর্বোচ্চ পর্যায়ে গেলেও সমাধানের কোনো উদ্যোগ নেই। অথচ এই রোড তিনটি দিয়ে রাশিয়ানসহ অন্যান্য দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী, প্রাইভেটকার বাস, মাইক্রো, হাইয়েস, মালবাহী ট্রাক লড়ি, যাত্রীবাহী অসংখ্য বিভিন্ন প্রকার যানবাহন চলাচলের কারণে রোড তিনটি একেবারেই চলাচলের অযোগ্য হওয়ায় রোডগুলির অসংখ্য স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কারণে এই রোড তিনটি দিয়ে চলাচলের কথা মনে হলেই ভুক্তভোগীদের হৃৎপিণ্ড নাড়া দিয়ে ওঠে।

এই প্রধান তিনটি সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে প্রায় প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় যানবাহন, আহত হচ্ছে শত শত মানুষ।

উত্তরবঙ্গের বৃহত্তম গরুর হাট ঈশ্বরদীর অরোনখোলা হাটে দূর দুরান্ত থেকে ক্রেতা-বিক্রেতার গরু বোঝাই যানবাহন আশা যাওয়া করার ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিকল্প রোড না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন শত শত মানুষকে এই রোড দিয়ে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে ঈশ্বরদী আলহাজ্ব সুতাকল মোড় থেকে কুষ্টিয়া রোডে রূপপুর প্রকল্পের আবাসিক পর্যন্ত দিয়ার সাহাপুর নতুন হাট মোড় পর্যন্ত রোডের বিভিন্নস্থানে ভেঙে চুরে গর্ত হওয়ায় অসংখ্য ছোট বড় যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্ঘটনায় কবলিত হচ্ছে প্রতিনিয়ত।

রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীন সিটির হাজার হাজার রাশিয়ার নাগরিক, ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অসংখ্য মানুষ এই রোড দিয়ে যাতায়াত করে ভোগান্তির শেষ সীমায় পৌঁছে গেছে।

রেলগেট থেকে তালতলা ইপিজেড রোড দিয়ে ঈশ্বরদী বেপজার ঈশ্বরদী ইপিজেডস্থ বিভিন্ন কোম্পানি, পাকশী রেলবিভাগ ও পরমাণু প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, নারী, পুরুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে। প্রতিদিন অতিরিক্ত বালু বোঝাই শতশত ট্রাক চলাচল করে রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হওয়ায় ইপিজেডের শিল্প প্রতিষ্ঠান সমূহের যন্ত্রপাতি, আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং শ্রমিক পরিবাহী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্যবাহী ট্রাক, রেলওয়ে কন্টেইনার ইয়ার্ডের নির্মাণ সামগ্রীর পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রেও একই অবস্থার সৃষ্টি হচ্ছে। এসব কারণে ঈশ্বরদী ইপিজেড কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পড়েছে । বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকসহ সংশ্লীষ্টরা ভয়ানক অসুবিধার মধ্যে রয়েছেন। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস এবং ইপিজেডের দায়িত্বশীল সূত্রের দেওয়া তথ্য সূত্রে এসব জানা গেছে।

সূত্রমতে, সিভিলহাট তালতলা মোড় থেকে রুপপুর পাকার মোড় মহাসড়ক পর্যন্ত রাস্তাটি সওজের অন্তর্ভুক্ত। মাঝখানে ঈশ্বরদী ইপিজেড কর্তৃক নির্মিত বিদ্যমান ৭ দশমিক ৩১ মিটার প্রস্থ ও ২ দশমিক ১২ কিলোমিটার দীর্ঘ বাইপাস রাস্তাটি ইপিজেড কর্তৃক নির্মিত নিজস্ব রাস্তা। যে রাস্তাটি দীর্ঘদিন থেকে বৈধ-অবৈধ বালু ব্যবসায়ীদের অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করে খানাখন্দে পরিণত হয়েছে।

কোনোভাবেই প্রভাবশালীদের যানবাহন চলাচল বন্ধ করা সম্ভব না হওয়া এবং রাস্তার চতুর্দিকে সওজের রাস্তা থাকায় মেরামতের সমস্যা সৃষ্টি দূরীকরণে ও রাস্তাটি বৈধ ব্যবহারকারীদের সুবিধা সৃষ্টিতে ইপিজেড কর্তৃপক্ষের পক্ষ থেকে গত ২৩ সালের ২৪ জানুয়ারি পাবনাস্থ সওজের নির্বাহী প্রকৌশলী বরাবরে গেজেটে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। রাস্তাটি সওজের গ্রেজেটে একীভূত করা হলে একদিকে ইপিজেডের আশ পাশের সমস্ত রাস্তাসমূহ একীভূত হবে। ফলে রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ সহজ হবে।

উল্লেখ্য, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল জনপদের মানুষের আর্থ সামাজিক উন্ননের লক্ষ্যে কৃষি খাতের পাশাপাশি শিল্পায়নের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গত ১৩ জানুয়ারি ২০০১ তারিখে সরকার ঈশ্বরদীর পাকশীতে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ৩০৯ দশমিক ৯৭ একর জমিতে উপর ঈশ্বরদী ইপিজেডের উদ্‌বোধন করে।

ঈশ্বরদী ইপিজেডে বর্তমানে ২০টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। আরও ২০টি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে। উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানসমূহে ৬৬ জন বিদেশিসহ প্রায় ১৭ হাজার জন শ্রমিক/কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া উৎপাদন শুরুর অপেক্ষায় থাকা শিল্প প্রতিষ্ঠানসমূহ তাদের কার্যক্রম শুরু করলে কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই ঈশ্বরদী ইপিজেডের বিনিয়োগ প্রবাহ অব্যাহত রাখাসহ শিল্প-প্রতিষ্ঠানের আমদানি/রপ্তানি পণ্যবাহী যানবাহন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও রেলওয়ে বিভাগীয় অফিসের কার্যক্রমসহ অন্যান্য প্রতিষ্ঠানের যানবাহন চলাচলের সুবিধার্থে ঈশ্বরদী ইপিজেড কর্তৃক নির্মিত হার্ডিঞ্জ ব্রিজের নীচ দিয়ে ২ দশমিক ১২ কিলোমিটার বাইপাস রাস্তাটি জরুরিভাবে সওজ অধিদপ্তরের গেজেটে অন্তর্ভুক্ত করে যেনতেনভাবে মেরামতের ব্যবস্থা গ্রহণ করলেও বাকিগুলি করা হয়নি । স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে জরুরিভাবে রোডগুলির মেরামত করার জোর দাবি করা হয়েছে।

নতুন হাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা সেন্টু সরদার, প্রকৌশলী আব্দুল হান্নান, ব্যবসায়ী ফারুক, ব্যবসায়ী সামসুল আলম, বাচ্চু মন্ডল, আকুল শেখ, বিষ্টু সরকার ও অটো চালক আজম আলী অভিযোগ করে বলেন, ঈশ্বরদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড বলে পরিচিত আইকে রোড এবং রেলগেট থেকে তালতলা ইপিজেড রোড ও ঈশ্বরদী কলেজ রোড হয়ে অরোনকোলাসহ তিনটি রোড দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব রোডে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এ অবস্থা জানার পরও কেউ মেরামতের উদ্যোগ নিচ্ছেনা। রোডগুলির অবস্থা দেখে মনে হয় কোনো অভিভাবক নেই, কারও মাথা ব্যথা নেই।

পাবনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এম. মনসুর আলী জানান, বর্ষার পরই অক্টোবর মাসের শেষের দিকে রোডের মেরামত কাজ শুরু হবে।

ঈশ্বরদী,পাবনা,গুরুত্বপূর্ণ,রোড,চলাচল,অযোগ্য,প্রতিনিয়ত,দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত