
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ছামশুল হকের ছেলে মো. হাছেন আলী (৬৭) ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রামের আফতার আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো. মকবুল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আওয়ামী লীগ কর্মী আবু বক্কর সিদ্দিক (৩৫)।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি কর্মী হজরত আলীকে হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ফুলবাড়ী থানায় দায়ের হওয়া ১৯ নম্বর মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পায় পুলিশ। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে অভিযুক্তরা গোপনে চলাফেরা করছিলেন, তাই এতদিন তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার তিন জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধায় আসামীদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।