ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে রমজান আলী (২৯) নামের একজন মাদককারবরীকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার শহরের এন্ডারসন রোড কস্তুরাঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রমজান আলী (২৯) সীমান্ত উপজেলা টেকনাফের হাজমপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রমজান আলী একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরো বলেন, মাদকসহ অপরাধ নির্মূলে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইয়াবা,মাদককারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত