
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামের ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘরমিস্ত্রি মাসুদ হোসেনের (২২) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার খাসকাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাসুদ হোসেন একই এলাকার কুরকি গ্রামের হারুনর রশীদের ছেলে।
চৌহালী থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে ওই গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে ঘরমিস্ত্রি মাসুদ হোসেন একটি ঘরের ঢেউ টিন লাগাচ্ছিলেন। এ সময় ওই ঘরের ওপর দিয়ে লাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।