ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লাউয়াছড়া উদ্যানে পার্কিং নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া উদ্যানে পার্কিং নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করে গাড়ি পার্কিং নিষিদ্ধ করেছে বন বিভাগ। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিকভাবে এ পদক্ষেপ নেওয়ায় পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, আগে উদ্যানে প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিংয়ের সুবিধা ছিল। কিন্তু হঠাৎ সেই সুবিধা তুলে নেওয়ায় দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের এখন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুপাশে গাড়ি রাখতে হচ্ছে। এতে পর্যটকের নিরাপত্তা ঝুঁকি এবং হয়রানি বেড়েছে। কেউ কেউ পার্কিংয়ের জায়গা না পেয়ে ভ্রমণ মাঝপথেই বাতিল করেছেন।

জানা যায়, সম্প্রতি উদ্যানে পর্যটক আকৃষ্ট করতে প্রবেশদ্বারের পাশে ‘আই লাভ কমলগঞ্জ’ লেখা একটি ফলক স্থাপন করা হয়েছে। তবে এই স্থাপনাটি তৈরি হয়েছে সেই জায়গায়, যেখানে আগে গাড়ি পার্কিং করা হতো। এর পরপরই পার্কিং সুবিধা বন্ধ করে দেওয়া হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা বলেন, আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি, কিন্তু গাড়ি রাখার জায়গা হঠাৎ বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছি। কয়েকজন দর্শনার্থী পার্কিংয়ের ঝামেলায় ভেতরে না ঘুরেই ফিরে গেছেন।

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই লাউয়াছড়ায় গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) জামিল মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আপাতত পার্কিং বন্ধ রাখা হয়েছে। তবে পর্যটকদের যেন ভোগান্তি না হয়, সে জন্য বিষয়টি নিয়ে আবার আলোচনা চলছে।

লাউয়াছড়া উদ্যান,পার্কিং নিষেধাজ্ঞা,পর্যটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত