
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশি অস্ত্র ও একটি ঢালসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে যৌথ বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে সোয়ান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশি অস্ত্র এবং একটি ঢাল।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আলমডাঙ্গা থানায় জব্দ তালিকা মূলে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা অস্ত্রগুলো স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।