
সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোর (১৫) মারা গেছেন। নিহত কিশোরের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।
জিআরপি থানার ওসি দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই কিশোর ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ নিহত কিশোরের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।