
মুন্সীগঞ্জে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে “কওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি মুহিউস সুন্নাহ পীরে কামেল আল্লামা আব্দুল হামীদ (দা.বা.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক আমীরুল উমারা, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (দা.বা.)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক (দা.বা.)।
এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন—মুফতি যাইনুল আবেদীন, মুফতি রুহুল আমীন, মাওলানা আহমাদুল্লাহ খান, মাওলানা সাইফুল্লাহ, মুফতি নূর হোসাইন নুরানী, মাওলানা নুরুল হক, মাওলানা রুহুল আমীন, মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী এবং মহিলা মাদরাসা প্রতিনিধি মাওলানা মুস্তাফিজুর রহমান (দা.বা.)।
সভায় বক্তারা বলেন, কওমী মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, এটি জাতির নৈতিক, মানবিক ও চারিত্রিক গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীনতা সংগ্রামসহ দেশের বিভিন্ন আন্দোলন ও সামাজিক পরিবর্তনে কওমী শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ প্রায় সাড়ে পাঁচশ’ মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।