ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে টর্নেডোর তাণ্ডব; নিঃস্ব শতাধিক পরিবার

নীলফামারীতে টর্নেডোর তাণ্ডব; নিঃস্ব শতাধিক পরিবার

নীলফামারীর কিশোরগঞ্জে তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ টর্নেডো। এতে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের তিনটি ভয়াবহ এ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত হয়েছে জনজীবন।

সকাল ৮টার দিকে ভারী বর্ষণের সঙ্গে আকস্মিক এই টর্নেডো আঘাত হানে। প্রচণ্ড ঝড়ে গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তবে ভারী বৃষ্টিপাত ও রাস্তায় পড়ে থাকা অসংখ্য গাছের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান বলেন, “রাস্তার উপর বিশাল গাছ পড়ে থাকায় দুর্গত এলাকায় প্রবেশ করতে পারছি না। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতায় কাঠুরিয়াদের ডেকে গাছ অপসারণের চেষ্টা চলছে।”

গুরুতর আহত পাঁচজনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে, আর ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বহু গবাদি পশু আহত হয়েছে— তাদের চিকিৎসায় প্রাণিসম্পদ দপ্তরের একটি টিম কাজ করছে।

কিশোরগঞ্জ থানার এসআই মো. মহসিন জানান, “রাস্তার উপর গাছপালা পড়ায় আমরা ডিসির মোড় পেরিয়ে ভিতরে ঢুকতে পারিনি।”

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা জানিয়েছেন, “উদ্ধারকর্মীরা কাজ করছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি।”

টর্নেডো,তাণ্ডব,নিঃস্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত