
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শেখ মিন্টু হোসেন (৪২) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরশহরের শান্তিপাড়া রোডের আলামিনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক শেখ মিন্টু হোসেন দর্শনার মোবারকপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে একটি টিম রোববার সন্ধ্যার দিকে দর্শনা পৌর এলাকায় অভিযান চালিয়ে শেখ মিন্টু হোসেন নামের একজনকে আটক করেন। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে আটক শেখ মিন্টু হোসেনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।