ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলগেটের সন্নিকটে চলন্ত ট্রেনের ধাক্কায় পথচারী আলহাজ আলীর (৪৭) মৃত্যু হয়েছে।

তিনি ওই উপজেলার বালসাবাড়ী মহেশপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

জিআরপি থানার ওসি দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করছিল। এ সময় ওই পথচারী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনার তদন্ত চলছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ট্রেনের ধাক্কা,পথচারীর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত