
নোয়াখালীর চৌমুহনীতে ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল এবং ব্যাংক লুটেরা ও অর্থপাচার থেকে প্রতিষ্ঠানকে মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও গ্রাহক সংগঠন।
ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের আহ্বানে সোমবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা ব্যাংকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সম্পন্ন হওয়া বলে অভিযোগ করা অঞ্চলভিত্তিক অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ কার্যকর করার দাবি জানান।
অনিস্থিত ও অদক্ষ হিসেবে আখ্যায়িত অশিক্ষিত কর্মীদের নিয়োগকে অভিযোগের মূল সূত্র হিসেবে তুলে ধরে বক্তারা বলেন, এস আলম নামের মাফিয়া ও তার বাহিনী নিরাপত্তা হুমকি, অবৈধ নিয়োগ ও অর্থপাচারের মাধ্যমে ব্যাংককে দখল করেছে এবং এর ফলে ব্যাংকের পরিবেশ ও গ্রাহক আস্থা ক্ষুণ্ণ হয়েছে।
তারা দাবি করেন, এস আলম কর্তৃক পাচারকৃত আনুমানিক ২.৫ লক্ষ কোটি টাকা উদ্ধারের জন্য দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে, সংশ্লিষ্টদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং দোষীদের বিচারের আওতায় আনা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক কৃষিবিদ মো. নিজাম উদ্দিন, মো. আফাজ উদ্দিন, নুরুল হোসাইন এবং বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের নেতারা — মোনাইম হোসেন তাইমিয়া, আবদুর রহমান রনি ও মীর হোসেন টিপু।
তারা বলেন, অঞ্চলভিত্তিক নিয়োগের ফলে সারাদেশের মেধাবীরা বঞ্চিত হচ্ছেন এবং জমকালো পুঁজির লুটপাট ও অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বক্তারা আরো জানান যে, জনগণের আমানত রক্ষায় অবৈধভাবে নিয়োজিতরা যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয় তবে বৃহত্তর আন্দোলনসহ আইনি পথে বসার সিদ্ধান্ত নেওয়া হবে।
চর্চিত অভিযোগে ছাত্র-কল্যাণ ও চাকরি নীতিতে সমতা ফেরানোর সঙ্গে সঙ্গেই মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।