ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পিএলসি) নরসিংদী শাখার সামনে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ, সচেতন ব্যবসায়ী সমাজ এবং ব্যাংকের গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ব্যাংকে অসংখ্য অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দিয়েছে। এতে ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।

তারা বলেন, ব্যাংকের বিপুল অঙ্কের টাকা নামে-বেনামে লুটপাট করা হয়েছে, যা দ্রুত উদ্ধার করে ব্যাংকে ফেরত আনতে হবে।

বক্তারা আরও বলেন, এস আলমের নেতৃত্বে লুটেরা ও মাফিয়া চক্র ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাদের নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তাদের কারণে ব্যাংকিং সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল ও অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা আমীন, কাজী আবদুল হামিদ, মো. সাখাওয়াত হোসেন, বজলুর রহমান মোরাদ, রাকিবুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, সুলতানা আরেফিন সুমি, সানি আক্তার প্রমুখ।

মানববন্ধন,বাতিলের দাবি,অবৈধ নিয়োগ,ইসলামী ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত