
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচে বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীতে আয়োজিত নৌকা বাইচে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনতলা এলাকার করতোয়া নদীতে নৌকাবাইচে পাবনার আমিনপুরের শাড়ির ভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার নিউ একতা এক্সপ্রেস পানসি অংশ নেয়। প্রতিযোগিতার এক পর্যায়ে নৌকা দুটি পাশাপাশি হলে উভয় পক্ষের বাইচালরা ক্ষুব্ধ হয় এবং ওই ২ নৌকার বাইচালের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
নৌকা বাইচ কমিটির সদস্যরা বলছেন, নৌকা বাইচ চলাকালে ওই ২ পানসি পাশাপাশি চেপে যাওয়ায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ নিয়ে এলাকায় এখনও উত্তেজনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।