ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফুলবাড়ীতে গাঁজা ও মোটরসাইকেলসহ আটক ২

ফুলবাড়ীতে গাঁজা ও মোটরসাইকেলসহ আটক ২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক করেছে থানা পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃত এনামুল হক এনার (২৮) ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকার নুর আমিনের ছেলে। অপরজন জিয়াউল হক জিয়া নওদাবাস গ্রামের মৃত শামসুল হকের পুত্র।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। আটক আসামিদেরকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

মোটরসাইকেল,আটক,গাঁজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত