
নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মেইন গেইট হতে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভার শুরুতে স্বাগতম বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য সকলকে সচেতন হতে হবে। নিজের দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে এমন চিন্তা ত্যাগ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় একমত পোষণ করতে হবে।