
পাবনা জেলায় ব্লক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিভিন্ন কার্যক্রমে সফলতা অর্জনের স্বীকৃতি হিসেবে ঈশ্বরদীর উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিমসহ তিনজনকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনার উপপরিচালকের কার্যালয়ে এক অনুষ্ঠানে নির্বাচিত তিন কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও প্রত্যয়নপত্র প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক।
উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে বলা হয়েছে, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিম ২০২৪-২৫ অর্থবছরে ব্লক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা (তৃতীয়) হিসেবে নির্বাচিত হয়েছেন।
মাঠ কার্যক্রম বাস্তবায়ন, কৃষককে উদ্বুদ্ধকরণ, উদ্যোক্তা সৃষ্টি, বস্তায় আদা চাষ, টবে মরিচ চাষ, মাটি পরীক্ষা ও খামারি অ্যাপের মাধ্যমে সার ব্যবস্থাপনা এবং রেজিস্টার ব্যবস্থাপনায় তাঁর উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়েছে।
প্রত্যয়নপত্রে আরও বলা হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে তার সার্বিক কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমকে বেগবান করেছে এবং পাবনার কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে সমৃদ্ধ করেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিম ২০১৭ সালে চাকরিতে যোগ দেন। জেলা পর্যায়ে নির্বাচিত অপর দুইজন হলেন পাবনা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা (প্রথম) মোছা. আসমা আহমেদ এবং সুজানগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা (দ্বিতীয়) পার্থ প্রতিম রায়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) ফাহমিদা নাহার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রাফিউল ইসলামসহ জেলার নয় উপজেলার কৃষি কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা।
শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়ে আব্দুল আলিম বলেন, “এ সম্মান আমার সহকর্মী ও কৃষক ভাইদের সহযোগিতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার ফল। আমি সবার দোয়া ও ভালোবাসা কামনা করি।”
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ধীমান তানভীরসহ সহকর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান হিরোক, সাইফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, পাবনা জেলার নয়টি উপজেলার প্রায় ২৭০টি ব্লকের ২৭০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্য থেকে এই তিনজনকে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।