ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় পোনে ৩ লাখ শিশু-কিশোর পাবে টাইফয়েড টিকা

চুয়াডাঙ্গায় পোনে ৩ লাখ শিশু-কিশোর পাবে টাইফয়েড টিকা

চুয়াডাঙ্গায় এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ বছর জেলায় প্রায় পোনে তিন লাখ শিশু ও কিশোর এই টিকার আওতায় আসবে। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান মিলন।

সিভিল সার্জন জানান, চুয়াডাঙ্গা জেলায় মোট জনসংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৫৭ জন। জেলার ৯২২টি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৯৯৫ জন। এছাড়া বিদ্যালয়ের বাইরে থাকা কমিউনিটি পর্যায়ের শিশু-কিশোরের সংখ্যা ৯১ হাজার ২৫২ জন। সব মিলিয়ে এই ক্যাম্পেইনে মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৪৭ জনের।

তিনি আরও জানান, টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য মোট ৮৯৬টি আউটরিচ টিকাদান কেন্দ্র এবং ৮টি স্থায়ী কেন্দ্র থাকবে। এই ক্যাম্পেইনে সরকারি ও বেসরকারি মিলে ৩৪১ জন কর্মী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রথম সারির তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন ১১৮ জন। ইতিমধ্যে টিকাদান কার্যক্রম সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ১২ অক্টোবর এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান বলেন, “এই টিকাদান কার্যক্রম দুইভাবে পরিচালিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম। টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ। টিকা গ্রহণের পর অন্যান্য টিকার মতো সামান্য প্রতিক্রিয়া দেখা দিতে পারে—যেমন টিকাদানের স্থানে লালচে হওয়া, হালকা ব্যথা, মৃদু জ্বর বা ক্লান্তি ভাব—যা স্বাভাবিকভাবে সেরে যায়। প্রয়োজনে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে জানাতে হবে বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদেরও এক ডোজ টাইফয়েড টিকা প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. খন্দকার ইমরান হাসিব, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

টাইফয়েড টিকা,৩ লাখ শিশু-কিশোর,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত