
হোসেনপুরে মোরগ মহল মসজিদে দুর্ধর্ষ চুরি, এলাকাবাসীর ক্ষোভকিশোরগঞ্জের হোসেনপুর সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের (মোরগ মহল) মসজিদে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মসজিদ কমিটির সূত্রে জানা যায়, গতকাল (৬ অক্টোবর) সোমবার দিবাগত রাতে মসজিদের গ্রিল কেটে আইপিএস, একটি মাইকের এমপ্লিফায়ার (আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা), একটি লোহার সিন্দুক এবং একটি কাঠের দান বাক্স থেকে প্রায় ৯০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন ইমতিয়াজুল আজিজ বাদী হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, কিছুদিন আগেও একই মসজিদের বাইরে রাখা দান বাক্স ভেঙে টাকা নিয়ে যায় চোরেরা। পরপর একাধিক চুরির ঘটনায় মুসল্লি ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার রফিকুল ইসলাম বলেন, “আল্লাহর ঘরে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মারুফ হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধারের কার্যক্রম শুরু করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”