
যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় সন্দিগ্ধ ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে মহাসড়কের উল্লেখিত স্থানে প্রাইভেটকার থামিয়ে তাতে থাকা মানুষদের মারপিট করে লুটপাটের ঘটনা ঘটে। এ লুটপাটের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ব্যাপারে এএসআই রমজান আলী বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।