ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নবজাতক উদ্ধার, দত্তক দেয়ার বিষয়ে সিদ্ধান্ত

সিরাজগঞ্জে নবজাতক উদ্ধার, দত্তক দেয়ার বিষয়ে সিদ্ধান্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ফুটপাত থেকে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। নবজাতকের মা-বাবাসহ কোনো অভিভাবক পাওয়া যায়নি। এজন্য ওই শিশুকে উপজেলা সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ সংবাদের ভিত্তিতে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন ঘটনাস্থলে যান এবং নবজাতককে উদ্ধার করে স্থানীয় কেয়ার হাসপাতালে ভর্তি করেন।

এ নবজাতক ফুটপাতে জন্ম নিয়েছে নাকি কেউ রেখে গেছে, তা নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

সমাজসেবা ও মহিলা বিষয়ক বিভাগ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলায় এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সরকারি বিধিমতে নবজাতককে দত্তক এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ইতিমধ্যেই নবজাতককে দত্তক নেয়ার জন্য একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে নবজাতককে দত্তক দেওয়া হবে। উপযুক্ত পরিবার না পাওয়া গেলে শিশুকে রাজশাহীর বেবি হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত আলোকিত বাংলাদেশকে বলেন, “নবজাতককে দত্তক দেয়ার বিষয়ে জরুরি মিটিং হয়েছে এবং ইতিমধ্যেই বেশ কিছু আবেদন পাওয়া গেছে। উপজেলা শিশু কল্যাণ বোর্ড এই আবেদন যাচাই-বাছাই করবে এবং পরবর্তীতে নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

দত্তক দেয়ার বিষয়,নবজাতক উদ্ধার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত