
উজানের ঢল ও প্রবল বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও অস্বাভাবিকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনায় ১৩৯ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কাজিপুর পয়েন্টে ৭৫ সে. মিটার ও সিরাজগঞ্জ পয়েন্টে ৬৪ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যার আশঙ্কা করছেন যমুনা পাড়ের মানুষ।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েক দিন ধরে উজানের ঢল ও প্রবল বর্ষণে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। এর আগে যমুনা নদীর পানি কমছিল। হঠাৎ করে আবারও যমুনার পানি বাড়ছে। এ অস্বাভাবিক পানি বৃদ্ধিতে যমুনা পাড়ের মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। পানি আরো ২/১ দিন বাড়তে পারে। তবে এখন বন্যার আশঙ্কা নাই।
স্থানীয়রা বলছেন, যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। এতে যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শীতকালীন সবজিসহ অন্যান্য ফসল ডুবে যেতে পারে। চর এলাকার অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, অসময়ে যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখন আর কোনো বন্যার আশঙ্কা নেই বলে উল্লেখ করেন তিনি।