ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্র, মাদক, জাল ও নগদ অর্থসহ আটক ১

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্র, মাদক, জাল ও নগদ অর্থসহ আটক ১

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের মিয়াপাড়ায় অভিযান চালিয়ে ইসরাফিল আলম সনি (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে চারটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, জাল টাকা ও নগদ দুই লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা সহ আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সনি উপজেলা শহরের মিয়াপাড়ার আবু তাহের আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা যৌথ বাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শহরের মিয়াপাড়ায় তাহের আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ছেলে ইসরাফিল আলম সনিকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে চারটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, জাল টাকা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এরপর রাতেই আটক ইসরাফিল আলম সনি ও উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করা হয় আলমডাঙ্গা থানায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আগামীকাল বুধবার আটক সনিকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

আটক ১,জাল ও নগদ অর্থসহ,দেশীয় অস্ত্র, মাদক,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত