ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁ পাবলিক প্রি-ক্যাডেট স্কুলে ফ্রি ডেন্টাল ক্যাম্প

নওগাঁ পাবলিক প্রি-ক্যাডেট স্কুলে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ওরাল হাইজিন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ পাবলিক প্রি-ক্যাডেট বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পেপসোডেন্টের আয়োজনে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ডা. নাঈফা জামান ও ডা. অন্তরাকে নিয়ে দুই সদস্যের একটি চিকিৎসক দল এ সেবায় অংশ নেন। ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন মো. গোলাম কিবরিয়া এবং পেপসোডেন্ট ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা।

এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম রাব্বানী, পরিচালক আকতারুজ্জামান, শহিদুল ইসলাম, মুকুট রানা, সহকারী শিক্ষক শাহানাজ পারভীন, রবিউল ইসলাম, মাহমুদা খাতুন ও সিদ্দিকা ফারজানা ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এবং অন্তত ৫০ জন শিক্ষক ও অভিভাবক ফ্রি ডেন্টাল সেবায় অংশ নেন। অংশগ্রহণকারীরা এমন সচেতনতামূলক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন।

চিকিৎসকরা জানান, দাঁতের যত্ন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়লেও এখনো অনেকেই সমস্যা না হওয়া পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন হন না। তাই সামান্য সমস্যা দেখা দিলেই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা, কারণ বিলম্ব হলে জটিলতা ও ব্যয় দুটোই বাড়ে।

বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম রাব্বানী বলেন, “এমন ব্যতিক্রম উদ্যোগ সত্যিই উপকারী। ব্যস্ততার কারণে আমরা নিয়মিত দাঁতের যত্ন নিতে পারি না। এই ক্যাম্পের মাধ্যমে দাঁতের সমস্যা, যত্ন ও সাবধানতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, যা পরিবারের সবাইকে সচেতন করবে।”

ডা. মো. মিজানুর রহমান জানান, দেশের সব বয়সের মানুষের মধ্যেই দাঁতের সমস্যা রয়েছে, বিশেষ করে দাঁতের শিরশির অনুভূতি অন্যতম।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ব্যবস্থাপত্র এবং দাঁতের যত্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য— দাঁতের যত্নে গুরুত্ব দেওয়া ও সবাইকে রোগ প্রতিরোধে সচেতন করা।

ফ্রি ডেন্টাল ক্যাম্প,প্রি-ক্যাডেট স্কুল,নওগাঁ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত