ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে লক্ষীপূজা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে লক্ষীপূজা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা গ্রামে আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী লক্ষীপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা কমিটির নেতৃত্বে এ উৎসবের অন্যতম আয়োজক ছিলেন স্থানীয় গ্রামবাসী।

গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে ফুলজোড় নদী, যা ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও সমৃদ্ধ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘুড়কা গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস বেশি হওয়ায় প্রতি বছরই তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো অন্যরকম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ ধরনের আয়োজনে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতাও প্রশংসনীয়।

এবারও কোজাগরী পূর্ণিমা উপলক্ষে ঘুড়কা গ্রামে জাঁকজমকপূর্ণভাবে লক্ষীপূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের সহযোগিতা, আলোকসজ্জা ও স্থানীয়দের আতিথেয়তায় পূজার আয়োজন আরও বর্ণিল হয়ে ওঠে। দিন দিন এখানে পূজার সংখ্যা বাড়ছে। দুই দিনব্যাপী এ উৎসব উপভোগ করতে দূরদূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষের পদচারণায় গ্রামটি উৎসবে পরিণত হয়।

গত ২০ বছর ধরে ঘুড়কার আড়ম্বরপূর্ণ লক্ষীপূজা সুনাম অর্জন করেছে দেশব্যাপী। সিরাজগঞ্জের শাহজাদপুর, বগুড়া, নওগাঁ, পাবনা, ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এ পূজা দেখতে আসেন। দর্শনার্থীদের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

এ বছর গ্রামে মোট ৩০টি লক্ষীপূজার আয়োজন করা হয়। ঘুড়কা দুর্গা মন্দিরের সভাপতি গৌতম কুমার কুন্ডু এবং ক্যাত্যয়নী মন্দিরের সভাপতি প্রদীপ কুমার দাস জানান, সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশে এবারের পূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও একই আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

লক্ষীপূজা অনুষ্ঠিত,আনন্দঘন পরিবেশে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত