ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার আরও ১

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার আরও ১

যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় আরও এক সন্দেহভাজন আসামি মোহাম্মদ আলী (২১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ নিয়ে দুই দিনে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাতে যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে গাড়ির যাত্রীদের মারধর ও লুটপাট করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ঘটনার পর রোববার সকালে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২-এর নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সলংগা থানার নলকা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর বুধবার সকালে তাকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার আরও ১,মহাসড়কে ডাকাতি,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত