ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবস পালিত

ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবস পালিত

“আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা।

এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার, উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মনজুরুল হক, এনসিপি ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী মো. মোজাম্মেল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কন্যা শিশু দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত