
পাবনার ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প” এর আওতায় দুই দিনব্যাপী (৭–৮ অক্টোবর) কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সমাপনী দিনে ঈশ্বরদী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) ফাহমিদা নাহার।
অনুষ্ঠানে তারা অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের গুরুত্ব নিয়ে কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুই দিনের প্রশিক্ষণে বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মোমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ধীমান তানভীর স্বাক্ষর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনাবাদি জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে পরিবারের সবজির চাহিদা পূরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, বীজ, সার, বেড়া ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়। পরিবারের প্রয়োজন মেটাতে এসব বাগানে সবজি, মসলা ও ফলের চাষ করা হয়।
উপজেলার বিভিন্ন ব্লক থেকে ৩০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে আম, লিচু, পেয়ারা ও লেবু—এই চার প্রজাতির সাতটি ফলের চারা এবং চার ধরনের সবজি বীজের প্যাকেট প্রদান করা হয়।